মাধবপুরে গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 24 May 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী

Link Copied!

মাধবপুর প্রতিনিধি :  হবিগঞ্জের মাধবপুরে ৩০ কেজি ভারতীয় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
(২৪ মে) রোববার ভোর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির মোরশেদ আলমের নেতৃত্বে গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাঁজাসহ নূরুল ইসলামের ছেলে কামাল হোসেন (৩৫) কে গ্রেপ্তার করেন।
কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত কামালের বসতঘর তল্লাশি করে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে এসআই মোজাম্মেল হোসেন বাদী হয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।