মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ১০ মাস মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলো দেখে ছিল যে শিশু সন্তান। যাকে কোলেপিঠে করে বড় করেছে সেই ছেলে এখন বড় হয়ে বৃদ্ধা মাকে মারপিট করে। ঘটনার বিচার চেয়ে রোববার (৮মার্চ) সকালে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন ওই মা। ভুক্তভোগী ৯০ বছর বয়স্ক হেলেম চান ফরিয়াদ করে বলেন তার এক প্রতিবন্ধী ছেলে জিলু মিয়ার ভিক্ষা করার সাহায্য দিয়ে কোন রকমে তার ছেলেকে নিয়ে উপজেলার আহম্মদপুর গ্রামে বসবাস করেন তিনি। কিন্তু তার অপর ছেলে ফরিদ মিয়া প্রায়ই তার মাকে শারীরিকভাবে নির্যাতন করে।
রোববার সকালে ফরিদ মিয়া তার মাকে মারপিট করে আহত করেন। হতভাগা মা হেলেম চান বলেন আমার চোখের দৃষ্টিশক্তি কমে গেছে, শরীরে বিভিন্ন রোগ বাসা বেঁেধছে, ভাল করে চলতে পারি না। কিন্তু এই বয়সে আমার উপর করা হচ্ছে অত্যাচার। তাই সুবিচার পাওয়ার আশায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছি। এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আয়েশা আক্তার জানান, অত্যাচারী ছেলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।