মাধবপুরে গণধর্ষণের শিকার নারী শ্রমিক : গ্রেপ্তার-১ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 17 January 2022
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে গণধর্ষণের শিকার নারী শ্রমিক : গ্রেপ্তার-১

Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে একটি ফ্যাক্টরী থেকে রাতে বাড়ি ফেরার পথে এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন।

এ ঘটনায় ওই নারী থানায় মামলা করলে মামলার তদন্তকারী কর্মকর্তা পরির্দশক (তদন্ত) গোলাম কিবরিয়া শনিবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শাকিল মিয়া (২২) কে গ্রেপ্তার করে। সে বেঙ্গাডোবা গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।

গত ৮ জানুয়ারি রাতে সায়হাম নিট কম্পোজিটে কর্মরত ওই নারী শ্রমিক কাজ শেষে ইঠাখোলা বইট্টা বাড়িতে যাওয়ার পথে শাকিল সহ ৪জন তার পথ রোধ করে জোরপূর্বক একটি জমিতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। স্হানীয় ভাবে ঘটনা সালিশে নিস্পত্তি করার চেষ্টা করে।

বিচার না পেয়ে তিনি থানায় শনিবার রাতে মামলা করেন। ওই রাতেই পুলিশ প্রধান অভিযুক্ত শাকিল কে গ্রেপ্তার করে।

রোববার (১৬ জানুয়ারি) শাকিল কে আদালতে সোপর্দ করলে তাকে বিচারকক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।