মাধবপুরে শত বছরের পুরনো রাস্তায় গাছের চারা লাগিয়ে ৩টি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।
বাড়ি যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্দ হয়ে যাওয়ায় মানবেতর জীবন-যাপনরত অসহায় পরিবারগুলো স্বাভাবিক জীবনে ফেরার আকুতি জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ৯ নং নোয়াপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে।
রবিবার (৩ডিসেম্বর) ওই গ্রামে গিয়ে দেখা যায়, রাস্তার উপর বিভিন্ন গাছের চারা লাগিয়ে বন্ধ করে রেখেছে মৃত নিম্বর আলীর ছেলে আব্দুল আওয়াল ও আব্দুল মমিন।
এছাড়া রাস্তার উপর ইউনিয়ন অফিস থেকে দেয়া একটি কালভার্ট ছিলো। ওই কালভার্টটি ভেঙ্গে নিয়ে যায় তারা। এতে চরম দুর্ভোগে পড়ে বাচ্চু মিয়া, নুর ইসলাম ও খলিল মিয়ার তিনটি পরিবার।
শত বছরের চলাচলের রাস্তা বন্ধ করা অমানবিক বলে সচেতন এলাকাবাসী, জনপ্রতিনিধি সবাই অভিমত দিলেও ভুক্তভোগী পরিবারগুলোর দুর্দশা লাঘবে নেই দৃশ্যমান কোনও অগ্রগতি।
ভুক্তভোগী পরিবারগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দিলেও সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়ার গাছারা আশ্বাস।
এলাকাবাসী জানায়, এই রাস্তা দিয়ে শত বছর ধরে লোকজন চলাচল করে আসছেন। শতবর্ষী এ রাস্তাটি এখানে বসবাসকারী পরিবারগুলোর বাড়ি থেকে বের হয়ে প্রধান সড়কে যাওয়ার একমাত্র পথ। এছাড়া শিক্ষার্থীরাও এ পথ দিয়ে যাতায়াত করে। রাস্তায় গাছ লাগিয়ে বন্ধ করে দেয়া লোকজন গ্রামের কারো কথাই শুনছে না।
ভুক্তভোগি পরিবারগুলো জানান, আমরা চরম দুর্ভোগের মধ্যে পরিবার নিয়ে বসবাস করছি। আমরা দ্রুত চলাচলের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।
পরিবার-পরিজন নিয়ে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন ওই তিন পরিবার। স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টির ফলে চরম সংকটে পড়েছেন অন্যরাও। এ অবস্থায় ভুক্তভোগীরা দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার আকুতি জানিয়েছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল বলেন, আমি এই অন্যায়ের বিরোধিতা করে সমস্যা সমাধানে চেষ্টা করে যাচ্ছি। ইউএনও স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি নিজে তাদের বাড়িতে গিয়ে বলে আসছি। তারা আমাকে জানাবে বলে আর জানায়নি।আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান জানান, বিষয়টি আমি অবগত আছি তবে এভাবে রাস্তা বন্ধ করা ঠিক হয়নি। রাস্তা দিয়ে চলাচলের অধিকার সবার আছে। দুই পক্ষকে নিয়ে বসে সমাধানের জন্য ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছি। চেষ্টা করা হচ্ছে সমাধানের।