মাধবপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১ : আটক ২ জন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 28 May 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১ : আটক ২ জন

Link Copied!

শেখ শাহাউর রহমান বেলাল::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে শুক্কুর মিয়া (৩০) নামে একজন মারা গেছেন। বৃহস্পতিবার(২৮ মে) সন্ধ্যার  দিকে  এ ঘটনা ঘটে। মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) গোলাম দস্তগীর আহাম্মেদ জানান, মীরনগর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে শুক্কুর মিয়ার ছেলে ও তার ভাগিনা সুহেল মিয়া বাড়ির সামনে ক্রিকেট খেলা করছিল।
এ সময় একটি ছক্কা হয়েছে কি হয় নি এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। পরে বাড়ির মহিলারা সংঘর্ষে জড়িয়ে পড়েন । এরই ফাঁকে হঠাৎ করে শুক্কুর মিয়া অসুস্থ হয়ে পরলে গুরুতর অবস্থায় তাকে মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে
মৃত বলে ঘোষনা করেন।  কি ভাবে শুক্কুর মিয়া মারা গেছেন তা স্পষ্ট নয়। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
এ ঘটনায় নিহতের বোন জুলেখা বেগম ও ভাগনে সুহেল মিয়া কে আটক করা হয়েছে।