পিন্টু অধিকারী মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। রোববার (২৯ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তারের নেতৃত্বে ১৩ ইস্ট বেঙ্গল সিলেট সেনানিবাসের ক্যাপ্টেন আশিকুর রহমানসহ প্লাটুন সেনা সদস্য রতনপুর, নোয়াপাড়া. জগদীশপুর, মাধবপুর বাজার ও চৌমুহনী ইউনিয়নের বিভিন্ন গ্রামে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন।
পরিদর্শনে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এবং ক্যাপ্টেন আশিকুর রহমান চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন মিয়া হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বাড়িতে লাল পতাকা লাগানোর পরামর্শ দেন। সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, রতনপুর, নোয়াপাড়া, জগদীশপুর, চৌমুহনী ইউনিয়নে বিভিন্ন গ্রামে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ঘরের ভিতর থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।