মাধবপুরে কেএমআরটি একতা যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 21 May 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে কেএমআরটি একতা যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

Link Copied!

মাধবপুর প্রতিনিধি :  হবিগঞ্জের মাধবপুরে কে এম আর টি একথা যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন ধরনের ১০০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া জন্য রেজিস্ট্রেশন করানো হয়েছে। শুক্রবার (২১মে) সকালে উপজেলার বহরা ইউনিয়নের কুলাইচাচর মধ্যপাড়া জামে মসজিদ মাঠে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ ফতেহুল ইসলাম মাষ্টার।

সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, শহীদুল হক শানু মাষ্টার, মোঃ তাজুল ইসলাম, মোঃ সামসু মিয়া মাষ্টার, মোঃ হাবিবুর রহমান, আহাদ মিয়া সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রবাসী মোঃ নুরুল হক। সংগঠনের সাধারন সম্পাদক মোহাম্মদ সিদ্দিক মিয়ার মাষ্টারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম জীবন, এনামুল হক নিরব, মাহাতাব উদ্দিন রনি, রুবেল মিয়া, মোঃ আতিকুর রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম, জসীম উদ্দিন কাশেদ, মোঃ নাহিদ হোসেন, মোঃ আবুল কাশেম, মোঃ লিটন মিয়া প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাওলানা হেলাল মিয়া।

ছবি : মাধবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে 

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন ধরনের ১০০ জন রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করানো হয়েছে। রোগী দেখছেন ডাক্তার মাসুদ ইবনে আব্দুল্লাহ এমবিবিএস পিজিটি মেডিসিন, সি এম ইউ আলট্রা, ট্রেইন্ড ইন ইন্টার্নশিপ কেয়ারিং এন্ড সিপিআর জেনারেল প্রাকটিশনার ও সনোলজিস্ট।