মাধবপুরে কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক কৃষাণী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (৩মার্চ) সকালে উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুন হাসান দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ আশেক পারভেজ। অন্যান্যের মধ্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজহার মাহমুদ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে কৃষকদের আলু, কচু ও কাসাভা জাতীয় কন্দাল ফসলের প্রয়োজনীয়তা,পুষ্টিগুন ও অর্থকরী দিক নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। কৃষি বিভাগ এ বিষয়ে কৃষকদের সার্বিক সহায়তা করতে প্রস্তুত বলেও জানানো হয়। প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।