ঢাকাMonday , 1 November 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে কৃষি সম্প্রসারণ অধিদ্প্তরের কৃষক কৃষাণী প্রশিক্ষণ সম্পন্ন

Link Copied!

জালাল উদ্দিন লস্কর :
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাধবপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ১ দিনের কৃষক কৃষাণী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার (১ নভেম্বর) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ আশেক পারভেজ।

ছবি : মাধবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক কৃষাণী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে

 বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ পরিচালক নয়নমণি সূত্রধর ও  উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুন হাসান।
প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অফিসার আজাহার মাহমুদ।
দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে গোল আলু,মিষ্টি আলু, কাসাভা ও বিভিন্ন জাতের কচুর পুষ্টিগুণ,অর্থকরী দিক ও চাষাবাদ কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের সবিশেষ ধারণা দেওয়া হয়।