ঢাকাThursday , 16 June 2022
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের রোভিং সেমিনার

Link Copied!

মাধবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তের আয়োজনে কৃষি আবহাওয়া তথ্য প্রদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬জুন) সকালে উপজেলা মিলনায়তনে কৃষিকর্মকর্তা আল মামুন হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।

অন্যান্যের মধ্যে প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ,আন্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন । সেমিনারে ৫০ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন বলে কৃষি অফিসার মোঃ আল মামুন হাসান জানিয়েছেন  ।