মাধবপুরে কৃষকের পাকা ধান কেটে দিল "প্রত্যয় স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সদস্যরা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 9 May 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে কৃষকের পাকা ধান কেটে দিল “প্রত্যয় স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সদস্যরা

Link Copied!

মোঃজাকির হোসেন মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধিঃ “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে।
বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯)মহামারীর কারণে দেশে যখন শ্রমিক সংকটে ভুগছে কৃষকরা।
রীতিমতো বোরো পাকা ধান কাটতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার অসহায় দরিদ্র কৃষকরা যখন শ্রমিক সংকটের কারণে এদিক ওদিক ছোটাছুটি করছিল। ঠিক সেই মুহুর্তে মাধবপুর উপজেলার প্রত্যয় স্বেচ্ছাসেবী যুব সংগঠন অসহায় দরিদ্র কৃষকের পাশে দাঁড়ালো এবং উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নের পূর্ব আন্দিউড়া গ্রামের মোঃ জুলহাস মিয়ার ৩০ শতক জমির পাকা  ধান কেটে( ৯ মে) শনিবার সকালে বাড়িতে পৌঁছে দিয়েছে প্রত্যয় স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সদস্যরা।

ছবি : কৃষকের ধান কেটে দিল সদস্যরা

এ সময় উপস্থিত থেকে অসহায় দরিদ্র কৃষকের পাকা ধান কেটে দেয় প্রত্যয় স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি মোঃ মহিন উদ্দিন, সহ-সভাপতি আপন মিয়া, সাধারণ সম্পাদক শেখ ইমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক কুদ্দুস মিয়া ও ইকবাল হোসেন, প্রচার সম্পাদক আল-আমিন ও জুয়েল মিয়া, দপ্তর সম্পাদক শফিক মিয়া ও আব্দুল হামিদ তালুকদার, কোষাধক্ষ্য  আল আমিন মিয়া ও সাদ্দাম মিয়া,
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রত্যয় স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সদস্য শাকিল মিয়া, সুজন চৌধুরী, করিম মিয়া, মুরসালিন মিয়া, জীবন মিয়া, জিয়া, জয়নাল, রহিম,নাঈম, আব্দুল খালেক, জলিল মিয়াসহ এলাকার ব্যক্তিবর্গ।
পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়াই অসহায় দরিদ্র কৃষক জুলহাস মিয়া প্রত্যয় স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।