মাধবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 24 February 2024

মাধবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

Link Copied!

মাধবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এস.এম.ফয়সল মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার নোয়াপাড়ায় সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কলেজের পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ এ.বি.এম.হুমায়ূন এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম.ফয়সল।

নাসরিন সুলতানা’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো: নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো: শাহজাহান, সায়হাম গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মো: ইশতিয়াক আহমেদ ও সৈয়দ মো: সাফকাত আহমেদ।

বক্তব্য রাখেন মাধবপুর পৌরসভার মেয়র মো: হাবিবুর রহমান মানিক, ইউপি চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, আমিনুল ইসলাম, পংকজ কুমার রায়, আজগর আলী ক্যাপ্টেন (অব:)লিয়াকত হোসেন প্রমূখ। পরে মাধবপুর উপজেলার তিনশো একত্রিশ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তি, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়