শিশু মোহন দাস মাধবপুরঃ মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুরে কালভার্ট ভেঙ্গে যাওয়ায় ছাত্রছাত্রী ও এলাকার জনগন পড়েছে বিপাকে। ঐ রাস্তায় দিয়ে সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের , সুলতানপুর সুলীল সমাজ কিন্ডার গার্টেনের হরিশ্যামা,কুটানিয়া,দুলিচাঁনপুর ও দিঘীরপাড়ের ৪ শতাধিক ছাত্রছাত্রীরা স্কুলে যাতায়াত করে। কালভার্ট ভেঙ্গে যাওয়ায় ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যাওয়া আসা কষ্টকর হয়ে পড়ে। এছাড়াও এই রাস্তা দিয়ে সুলতানপুর গ্রামের লোকজন মাধবপুরে যাতায়াত করেন। এদিকে এই কালভার্টটি স্থানীয় জন প্রতিনিধিরা সংস্কারের কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে এলাকাবাসী দৈনিক আমার হবিগঞ্জ কে জানিয়েছেন।
জানা যায়, ২০১৯ সালে জুলাই মাসে ভয়াবহ বন্যায় কালভার্ট ভেঙ্গে যায়। ফলে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাওয়ার বন্ধ হয়ে যায় । সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকরা মিলে বাশের সাঁকো তৈরি করে দেন এখানে । এ পর্যন্ত কয়েক বার সাঁকো বানিয়েছে তারা । কিন্তু কিছু দিন যেতে না যেতেই তা ভেঁঙ্গে যায়। বাঁশের সাঁকো দিয়ে যাতায়াতে ছাত্রছাত্রীদের অনেক দুর্ঘটনা শিকার হয়ে হয় । বর্ষার সময় বৃষ্টি হলেই এদিকে স্রোতে পানি বয়ে যায় । প্রায় এক বছর হয়ে যায় কালভার্টটি অদ্যবধি পর্যন্ত নির্মাণ বা সংস্কার করা হয়নি। শুকনো সময়ে বিকল্প রাস্তা থাকলে ও বর্ষার সময়ে নেই কোনো বিকল্প রাস্তা। তাই এই কালভার্টটি দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসীসহ ছাত্রছাত্রীরা।