ঢাকাWednesday , 2 February 2022
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে কার্প জাতীয় মাছের মিশ্র প্রশিক্ষণ সম্পন্ন

Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রাজস্ব বাজেটের আওতায় ২০ জন মৎস্য চাষীকে কার্প জাতীয় মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বুধবার( ২ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য অফিসার আবু আসাদ মোঃ ফরিদুল হক ও ক্ষেত্র সহকারীগন প্রশিক্ষণ পর্বে উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উপজেলা মৎস্য অফিস পরিদর্শন করেন।

ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য অফিসার আবু আসাদ মোঃ ফরিদুল হক আমার হবিগঞ্জকে জানান বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে মৎস্য অফিস মাছচাষীদের কারিগরী দক্ষতা ও মাছের উৎপাদন বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে আসছে।