বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রাজস্ব বাজেটের আওতায় ২০ জন মৎস্য চাষীকে কার্প জাতীয় মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বুধবার( ২ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য অফিসার আবু আসাদ মোঃ ফরিদুল হক ও ক্ষেত্র সহকারীগন প্রশিক্ষণ পর্বে উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উপজেলা মৎস্য অফিস পরিদর্শন করেন।
ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য অফিসার আবু আসাদ মোঃ ফরিদুল হক আমার হবিগঞ্জকে জানান বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে মৎস্য অফিস মাছচাষীদের কারিগরী দক্ষতা ও মাছের উৎপাদন বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে আসছে।