মাধবপুরে কাঁচা বাজার বন্ধ থাকায় দুর্ভোগে পৌরবাসী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 27 June 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে কাঁচা বাজার বন্ধ থাকায় দুর্ভোগে পৌরবাসী

Link Copied!

মোঃমিটন মিয়া মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুর পৌরসভায় করোনা (কোভিট-১৯)ভাইরাস প্রাদুর্ভাব বিগত দিনগুলোতে বেশি হওয়ার ফলে গত ২১ জুন হতে সরকারি আদেশ মোতাবেক জেলা প্রশাসনের নির্দেষে পৌরসভাকে রেড জোন ঘোষণা করা হয়।

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তাসনূভা নাশতারান রেড জোন কার্যকর করতে পৌরসভার বাজারহাট বন্ধ ঘোষণা করেন। আশেপাশের পারা ও মহল্লার দোকাটপাটও খোলতে নিষেধ করেছেন। এরমধ্যে কাঁচা বাজার খোলা থাকলেও পরবর্তী ২৩ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে কাঁচাবাজারও বন্ধ ঘোষণা করা হয়।  এছাড়া সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন তিনি।

সরকারী ও জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথ কার্যকর করা হচ্ছে। কিন্তু এমতাবস্থায় কাঁচা বাজার বন্ধ থাকায় দুর্ভোগে সাধারণ মানুষ। ফলে আশেপাশে আবাসিক এলাকাগুলোতে কাঁচা বাজার জমে উঠছে। এতে করে ভাইরাসের ভয় নিয়ে চলতে হচ্ছে এলাকাবাসীর। কাঁচা বাজারের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবী এলাকাবাসীর।