ঢাকাSunday , 5 April 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে কর্মহীন মানুষের বাড়ীতে খাদ্যসামগ্রী নিয়ে যাচ্ছেন ইউএনও এবং এসিল্যান্ড

Link Copied!

মোঃ জাকির হোসেন, মাধবপুর প্রতিনিধি।। হবিগঞ্জের মাধবপুরে কর্মহীন মানুষের বাড়ীতে খাদ্যসামগ্রী নিয়ে যাচ্ছেন মাধবপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তাসনূভা নাশতারান এবং সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) আয়েশা আক্তার।

ছবিঃ অটোরিকশা’তে মাধবপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তাসনূভা নাশতারান এবং সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) আয়েশা আক্তার।

রোববার (৫ এপ্রিল) করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকা কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া মানুষের বাড়ীতে বাড়ীতে গিয়ে অটোরিকশা করে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তারা। মাধবপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তাসনূভা নাশতারান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী নিয়ে যাচ্ছি। আমরা চাচ্ছি কর্মহীন মানুষদের খাদ্যের ঘাটতি পূরণ করতে।