শিশু মোহন দাস মাধবপুর প্রতিনিধিঃ করোনা ভাইরাসের ফলে মানুষ কর্মহীন হয়ে পড়ে। মানুষ যখন খাদ্য সংকঠে। এই পরিস্থিতিতে জন সাধারনের পাশে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ফারুক আহমেদ ধর্মঘর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দারিদ্র, অসহায় ও কর্মহীন সি এন জি, অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ বিতরন করেন। সোমবার(১১মে) এসব অর্থ বিতরণ করা হয়।

ছবি : নগদ অর্থ তোলে দেয়া হচ্ছে অসহায়দের মধ্যে
নগদ অর্থ বিতরনের কালে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের যুবলীগ সভাপতি মিজানুর রহমান ও ছাত্রলীগ সভাপতি সোহেল আহম্মেদ। আওয়ামীলীগ সভাপতি ফারুক আহমেদ জানান, করোনা ভাইরাস সংক্রমনে মানুষ কর্মহীন হয়ে পড়ে। কর্মহীনদের মধ্যে এটা আমার পক্ষ থেকে সামান্য সহযোগিতা। এই সহযোগিতা অব্যাহত থাকবে।