মাধবপুরে করোনা সচেতন করতে দিনভর মাইকিং ও বিনামূল্যে মাক্স বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 10 August 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে করোনা সচেতন করতে দিনভর মাইকিং ও বিনামূল্যে মাক্স বিতরণ

অনলাইন এডিটর
August 10, 2020 10:37 pm
Link Copied!

ছবি: মাইকিং ও বিনামূল্যে মাক্স বিতরণ করছেন সিলেটের নাট্যকার আলাল উদ্দিন আলাল।

 

মোঃ মিটন মিয়া মাধবপুর : সোমবার (১০ আগষ্ট) মাধবপুর পৌর বাজারে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে দিনভর মাইকিং ও বিনামূল্যে মাক্স বিতরণ করেছেন সিলেটের নাট্যকার আলাল উদ্দিন আলাল।

তিনি বলেন, বিশ্বজুড়ে করোনা ভাইরাস এর কারনে, মানুষের জন্য জীবন থমকে গেছে, চাকরি হারিয়ে অসহায় জীবন পাড়ি দিচ্ছে অনেক মানুষ, দেশের মানুষদের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন সরকার, মন্ত্রী, পুলিশ অফিসার, স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

তিনি বলেন, যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে যান। মানুষ মানুষকে সাহায্য করবে, এটাই তো নিয়ম। কিন্তু মানুষের এই দুঃসময়ে একজন মানবতার ফেরিওয়ালা তিনি কি ঘরে বসে থাকতে পারেন! মোটেও না, হয়তো তার (আলা উদ্দিন আলাল) টাকা নেই, সামর্থ্য নেই, তারপরও তিনি এগিয়ে যাচ্ছেন নিজের ভালোবাসা নামক সম্বল টুকু নিয়ে।

মাধবপুর বাজারের বিভিন্ন গলিতে দাড়িয়ে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখাসহ মাক্স ব্যবহারে জনগণকে সচেতন করেন। যারা মাক্স না পড়ে বাজারে এসেছেন তাদেরকে বিনামূল্যে মাক্স তুলে দিচ্ছেন। সিলেট শহরতলীর শাহপরান থানার পীরের বাজার এলাকার বাসিন্দা নাট্যকার আলা উদ্দিন আলাল জানান, দেশে করোনার শুরুর পর থেকে সিলেট বিভাগের মানুষকে সচেতন করতে প্রচারণায় মাঠে নামেন। সারা বিভাগ ঘুরে মাধবপুরে আসেন। এ পর্যন্ত তিনি লাখ মানুষকে বিনামূল্যে মাক্স বিতরণ করেছেন।