মাধবপুরে করোনা ভাইরাস মোকাবেলায় ট্রাফিক পুলিশের ৬ নির্দেশনা। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 3 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে করোনা ভাইরাস মোকাবেলায় ট্রাফিক পুলিশের ৬ নির্দেশনা।

Link Copied!

মোঃ মিটন মিয়া মাধবপুরঃ করোনা পরিস্থিতি মোকাবিলায় মাধবপুরে হবিগঞ্জ জেলা পুলিশের নির্দেশনায় মাধবপুর ট্রাফিক জোনের ব্যবস্থাপনায় সড়ক নিরাপদ রাখতে “বাড়ীতে থাকুন, নিরাপদে থাকুন” “সাবধানে চালালে গাড়ী, নিরাপদে ফিরব বাড়ী” এই শ্লোগানকে সামনে রেখে সকল যানবাহনের মালিক শ্রমিকদের কে অবহিত করার জন্য প্রচারে নেমেছে মাধবপুর ট্রাফিক পুলিশ।

ট্রাফিক পুলিশের ৬ টি নির্দেশনা গুলো হলোঃ

০১) সকল যানবাহনে অর্ধেকের বেশি যাত্রী বহন করিবেন না।

০২) সিএনজিতে চালক সহ তিনজনের বেশী যাত্রী বহন করিবেন না।

০৩) মাক্স ব্যবহার ছাড়া কোন যানবাহন চলাচল করবে না।

০৪) মাক্স ব্যবহার ছাড়া গাড়ী চালালে আইনগত ব্যবস্থা নেওয়া হইবে।

০৫) চালক ও যাত্রীসহ সবাই মাক্স ব্যবহার করিবে।

০৬) উক্ত সরকারী আদেশ অমান্য করিলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হইবে।

‌মাধবপুর-চুনারুঘাট ট্রাফিক জোনের পরিদর্শক ফারুখ আল মামুন ভুইয়া জানান, এই বৈশ্বিক মহামারীতে সড়ক নিরাপদ রাখতে জেলা পুলিশের আদেশে আমরা কাজ করে যাচ্ছি।