মাধবপুরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের মতবিনিময় সভা। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 11 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের মতবিনিময় সভা।

Link Copied!

 

মোঃ মিটন মিয়া মাধবপুর : মাধবপুর উপজেলার ও হবিগঞ্জ জেলার সার্বিক করোনা পরিস্থিতি পরিদর্শনের অংশ হিসেবে আজ (১১ জুলাই) শনিবার মাধবপুর উপজেলা পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য, জনাব মোঃ জাকির হোসেন আকন্দ।

এ সময় তিনি, জেলা প্রশাসক হবিগঞ্জ জনাব মোহাম্মদ কামরুল হাসান এর সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পরিদর্শনকালে জনাব মোঃ জাকির হোসেন আকন্দ উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

এসময় সাথে ছিলেন তাসনূভা নাশতারান, উপজেলা নির্বাহী অফিসার, মাধবপুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ ইশতিয়াক আল মামুন, মাধবপুর থানার অফিসার ইন-চার্জ মোঃ ইকবাল হোসেনসহ উপজেলা পরিষদের কর্মকর্তাগণ।