মাধবপুরে করোনা আক্রান্ত রোগীদের বাসায় ফল পাঠালেন উপজেলা চেয়ারম্যান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 6 May 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে করোনা আক্রান্ত রোগীদের বাসায় ফল পাঠালেন উপজেলা চেয়ারম্যান

Link Copied!

ইয়াছিন তন্ময় :   মাধবপুর উপজেলা কমকর্তা ও হাসপাতাল স্টাফ সহ ৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর তাদের একজন বাসাতে আছেন। অন্য জন মাধবপুরে সদর হাসপাতালে আইসোলেশনে আছেন ও বাকি তিন হবিগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে আছেন। তাদের পরিবারের কোন সদস্য বাড়ির বাইরে যেতে পারে না।

ছবি : উপজেলা চেয়ারম্যান এর পক্ষ থেকে পাঠানো ফল

এ অবস্থায় তাদের পরিবারের বুধবার (৬ মে) মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান উনার ব্যক্তিগত কর্মকর্তা দিয়ে উনাদের বাসাতে উপহার হিসাবে ফল ও খাদ্যসামগ্রী পাঠিয়েছেন। আমার হবিঞ্জের সাথে মোবাইল ফোনে কথা বলে মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান জানান, করোনা আক্রান্ত কর্মকর্তা ও অন্যদের বাসাতে থাকা সবাইকে যেকোনো প্রয়োজনে আমাকে জানানোর জন্য অনুরোধ করছি।

 

তিনি আরো জানান, উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের জন্য সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে । মাধবপুরে যে ৫জন ব্যক্তির করোনা প্রজেটিব পাওয়া গেছে অল্প কিছুদিনের মধ্যে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।