মোঃ মিটন মিয়া মাধবপুর : আজ বৃহস্পতিবার (৯ জুলাই) মাধবপুর পৌরসভা ৩নং ওয়ার্ডের করোনা আক্রান্ত ব্যক্তির বাসায় ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল পাঠালেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইশতিয়াক আল মামুন, এবং করোনা আক্রান্ত রোগীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও খোঁজখবর নিচ্ছেন।
করোনা আক্রান্ত ব্যাক্তির পরিবারের পক্ষ থেকে মাধবপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন করোনা আক্রান্ত রোগী ও তার পরিবার।
ডাঃ ইশতিয়াক মামুন মাধবপুর উপজেলার সদর হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। ডাঃ ইশতিয়াক মামুন বলেন, যেকোন সময় করোনার উপসর্গ দেখা দিলে অবহেলা না করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসবেন, আমরা সদর হাসপাতালে ২৪ ঘণ্টা সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছি।