মাধবপুরে করোনা আক্রান্তে এক জনের মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 5 August 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে করোনা আক্রান্তে এক জনের মৃত্যু

Link Copied!

 

রুয়েল আহাম্মেদ রুবেল : মাধবপুরে করোনা আক্রান্ত হয়ে মোহন বাশি দাস (৭৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

ছবি: মৃত ব্যক্তির লাশ দাফনের প্রস্তুতি

 

বোধবার (৫ই আগষ্ট) সকাল সারে ৮ টার দিখে মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নের আন্দিউড়া গ্রামে তিনি মারা যান।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডঃ ইশতিয়াক আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন,মোহন বাশি দাসের করোনা লক্ষণ দেখা দিলে ওনাকে সিলেটে নর্থইষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার মোহন বাশি দাস কে বাড়িতে আনলে তিনি বোধবার সকালে তিনি মারা যান।

পরিবার ও প্রশাসনের লোক জনের সহযোগীতায় লাশ সৎকার করা হয়। এ নিয়ে মাধবপুর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন।