রুয়েল আহাম্মেদ রুবেল, মাধবপুর : “রক্ত দিন জীবন বাচাঁন” এ কথাটা সবার কাছে পরিচিত কিন্তু হবিগঞ্জ’র মাধবপুর উপজেলায় “ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ এবং “ব্লাড সোসাইটি হবিগঞ্জ” সংঘঠন গুলোর সদস্যরা করোনার মধ্যেও রক্তদানে সব সময় এগিয়ে। যে কোনো সময় তারা প্রস্তুত আছে রক্ত দানে।
সংগঠন গুলোর সভাপতি, সাধারণ সম্পাদকরা ‘দৈনিক আমার হবিগঞ্জ’ কে যানান আমরা সব সময় মানবতার ডাকে সারা দিতে প্রস্তুত আছি। মাধবপুর উপজেলা সহ আশে পাশের উপজেলা গুলোতেও আমরা রক্ত দিতে পাড়ব। আমাদের সংগঠন গুলোতে প্রায় ১০০ এর উপরে সদস্য আছে তারা সবাই সবসময় প্রস্তুত থাকে রক্ত দিতে।
রবিবার (২৩ আগষ্ট) ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ এর সদস্য দিপংকর মোদক ৪র্থ বারের মত রক্ত দান করলেন। এমনি ভাবে সকল সদস্যরা অনেক বার রক্ত দান করেছেন।
“ব্লাড সোসাইটি হবিগঞ্জে” মাধবপুর উপজেলা শাখার সভাপতি শেখ ইমন আহাম্মেদ এর সাথে কথা হলে তিনি আমাদের কে যানান আমাদের সংগঠনের সবাই মানবতার ডাকে রক্ত দিতে সবসময় প্রস্তুত। কিন্তু তার আগে আমরা যাচাই বাচাই করে নেই। ফেইসবুকে আমাদের গ্রুপে জানালে তা সবাই মিলে ব্যবস্থা নেই।
তিনি আরো বলেন রক্ত দানে আমরা সবাই সর্বদা প্রস্তুত। আমাদের উপজেলা সহ পার্শবর্তী উপজেলা গুলোতে কোনো রুগীর রক্তের অভাব হতে দেব না।