মাধবপুরে করোনার পরিস্থিতিতে দুই মাসের দোকান ভাড়া মওকুফ করে দিলেন মালিক পক্ষ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 4 April 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে করোনার পরিস্থিতিতে দুই মাসের দোকান ভাড়া মওকুফ করে দিলেন মালিক পক্ষ

Link Copied!

লিটন বিন ইসলাম,মাধবপুর প্রতিনিধিঃ   হবিগঞ্জের মাধবপুরে করোনার কঠিন পরিস্থিতিতে ব্যবসায়ীদের ক্ষতির কথা চিন্তা করে ভাড়াটিয়াদের কাছ থেকে দুই মাসের ভাড়া নেবে না হাজ্বী সিদ্দীক মার্কেটের মালিক চার সহোদর বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, হাজী ফিরোজ, হাজী হাফিজুর রহমান ও মশিউর রহমান মুর্শেদ।

হাজী ছিদ্দীক মার্কেটের মালিক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হাবিবুর রহমান মানিক বলেন- ‘মহামারি করোনাভাইরাস মোকাবেলা করতে হলে আমাদেরকে একে অপরের পাশে দাড়াতে হবে। আমি দুই মাসের ভাড়া না নিলে তেমন কোন সমস্যা হবে না। কিন্তু দোকান-পাট বন্ধ থাকার কারণে ভাড়া নিলে ব্যবসায়ীদের অনেক সমস্যা হবে। সেই কথা মাথায় রেখে আমি দুই মাসের ভাড়া নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি মনে করেন এই মহামারি করোনা ভাইরাসের মোকাবেলায় সকল মার্কেটের মালিককে এভাবে ভাড়াটিয়াদের পাশে এগিয়ে আসতে হবে। অন্যতায় আমাদের সকলেরই অনেক ক্ষতি হবে।’

গত কিছু দিন আগে আলহাজ্ব হাবিবুর রহমান মানিক ৮৭৬টি নিম্ন আয়ের পরিবারের দোয়ারে দোয়ারে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়েছেন। আলহাজ্ব হাবিবুর রহমান মানিক পশ্চিম মাধবপুর ৩নং ওয়ার্ডের মরহুম হাজ্বী সিদ্দীক কমিশারের বড় ছেলে তিনি।

আলহাজ্ব হাবিবুর রহমান মানিকের ছোট্র ভাই  মশিউর রহমান মুর্শেদ বলেন।
করোনা মহামারী ভয়াবহর জন্য লক ডাউন থাকায় ছিদ্দিক মার্কেটের সকল ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হয়।এ চিন্তা করে  মানবতার হাত বাড়িয়ে দিলেন। মার্কেটের প্রদান মালিক আমাদের বড় ভাই বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব হাবিবুর রহমান মানিক। তিনি আরো বলেন আসুন আমরা যারা মোটামুটি  যারা বিত্তশালী আছেন আপনারা ও মানবতার হাত বাড়িয়ে দিন। ভাড়াটিয়ার সামনের দিনগুলো একটু হলে ও ভালো যাবে।