মাধবপুরে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য ফল পাঠালেন উপজেলা চেয়ারম্যান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 25 June 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য ফল পাঠালেন উপজেলা চেয়ারম্যান

Link Copied!

মোঃ মিটন মিয়া মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুরে  করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য ফল পাঠালেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। (২৫ জুন) বৃহস্পতিবার দুপুরে করোনা আক্রান্ত মাধবপুর থানার ৯ সদস্যদের জন্য তিনি বিভিন্ন জাতের মৌসুমী ফল ভর্তী ঝুড়ি ব্যাক্তিগত কর্মকর্তার মাধ্যমে পাঠিয়েছেন তিনি।

করোনা কালীন সময় সামাজিক দুরত্ব নিশ্চিত ,সহ বিভিন্ন দায়িত্বপালন কালে মাধবপুর থানার ৪জন উপ পরির্দশক সহ ১৯জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাতিষ্টানিক ও হোম কোরেন্টাইনে আছেন। উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন পুলিশ সদস্যরা মানুষকে নিরাপদ রাখতে করোনা সংক্রমণ রোধে সম্মূখ যোদ্ধা।

ছবি : আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য পাঠানো ফল-মুল

তাই তাদের সম্মান জানাতে ফল গুলো দেয়া হয়েছে। মাধবপুর উপজেলা পরিষদের সি এ নাহিদুল ইসলাম জানান চেয়ারম্যান সাহেবের উপহার ফল গুলো ফুল কুলি স্কুলে স্থাপিত কোরেন্টাইনে থাকা পুলিশ সদস্যদের হাতে পৌছে দেয়া হয়েছে।

উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান নিয়মিত মাধবপুর করোনা আক্রান্ত রোগীদের খোঁজ খবর নিচ্ছেন।