মাধবপুরে কমিউনিটি সাপোর্ট গ্রুপ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 19 November 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে কমিউনিটি সাপোর্ট গ্রুপ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

Link Copied!

লিটন বিন ইসলাম, মাধবপুর প্রতিনিধিঃ  স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) এর আয়োজনে ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) সহযোগিতায় নোয়াপাড়া ইউপির নারাইনপুর কমিউনিটি ক্লিনিক উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি সাপোর্ট গ্রুপের সদস্যদের মাঝে  এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ছবি : মাধবপুরে কমিউনিটি সাপোর্ট গ্রুপের সদস্যদের মাঝে  এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১৯ নভেম্বার (বৃহস্পতিবার)  মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারাইনপুর গ্রামের জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত প্রশিক্ষণে কমিউনিটি গ্রুপের সভাপতি হারিছ উদ্দিন লালুর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নারাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আফতাব উদ্দীন ও মাওলানা ইব্রাহিম সিদ্দিকী সাহেব বক্তব্য রাখেন নারাইনপুর আল হোসাইন (রাঃ) জামে মসজিদের ইমাম ক্বারী ফজলুল হকসহ আরো অনেকেই ।
এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি জনাব শরীফ আহমেদ ও নারাইনপুর কমিউনিটি ক্লিনিকের( CHCP) মোঃ সাহিরুল ইসলাম,(HA)নাজমা বেগম ওনোয়াপাড়া ইউপির সকল কমিউনিটি ক্লিনিকের এরিয়া সুপার ভাইজার( AHI) শচী রঞ্জন রায়।

ছবি : প্রশিক্ষণ শেষে সকলকে একটি কমিউনিটি ক্লিনিক এর মনোগ্রাম সংবলিত ছাতা প্রদান করা হয়েছে

নারাইনপুর কমিউনিটি ক্লিনিকের( CHCP) মোঃ সাহিরুল ইসলাম বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের কাজকে আরও সহজতর করতে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি সাপোর্ট গ্রুপ এর প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
 উক্ত প্রশিক্ষণ শেষে সকলকে একটি কমিউনিটি ক্লিনিক এর মনোগ্রাম সম্বলিত ছাতা, নাস্তা ও সম্মানী প্রদান করা হয়।