মোঃ জাকির হোসেন, মাধবপুর : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৩ নং বহরা ইউপির শন্দাদিল গ্রামের শাহ মুমিন মাজারের রাস্তার রিটেইনিং ওয়াল নির্মাণ কাজ (২রা জুলাই) সম্পন্ন করা হয়েছে।
জানা যায়, মাধবপুর উপজেলা পরিষদ এডিপি প্রকল্পের অর্থবছর ২০১৯- ২০২০ খ্রিস্টাব্দ প্রাক্কলিও মূল্য ৭৭,৬৮৭ টাকা ব্যয়ে এ রাস্তার রিটেইনিং ওয়াল নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।
মাজারের রাস্তার রিটেইনিং ওয়াল নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়াম্যান এসএফএ এম শাহজাহান।
আ হ/প