লিটন বিন ইসলাম, মাধবপুর প্রতিনিধিঃ গত ২ মে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে হবিগঞ্জের মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নে নোয়াহাটি মনতলা রোডের সিমনাছড়া এলাকায় একটি বিকল্প সড়ক ভেঙ্গে যায়। এতে করে মাধবপুর উপজেলার দক্ষিণ পূর্ব অঞ্চলের যোগাযোগের নোয়াহাটি মনতলা সড়কটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে চড়ম ভোগান্তিতে পড়ে উপজেলার পূর্ব দক্ষিণ অঞ্চলের জনসাধারণ।

ছবি : মাধবপুরের সিমনাছড়ায় এখনো শেষ হয়নি ভেঙে যাওয়া ব্রিজের কাজ
এর আগে মনতলা রোডের সিমনাছড়ার উপর নতুন ব্রিজ নির্মাণ কাজের জন্য পুরনো ব্রিজটি ভেঙ্গে ফেলা হয়। এরপর যানবাহন ও জনসাধারণের চলাচলের সুবিধার্থে পুরনো ব্রিজের পাশ দিয়ে বিকল্প একটি রাস্তা নির্মাণ করা হয়েছিল। কিন্তু বিকল্প সড়কে পানি নিষ্কাশনের জন্য দুটি পাইপ দেওয়া হলেও অতিরিক্ত পানি স্রোতে সড়কটি সম্পূর্ণ ভেঙ্গে যাওয়াতে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সিমনাছড়ার দক্ষিণাংশের ৯ গ্রামের প্রায় ১০ থেকে ১৫ হাজার চড়ম ভোগান্তির শিখার হয়। তা ছাড়া দক্ষিণ অংশে একটি হাট ছাড়াও রেলওয়ে স্টেশন, ৪টি সরঃ প্রাঃবিদ্যালয়, একটি মাদ্রাসা,২টি কমিউনিটি ক্লিনিকও রয়েছে।
এখন মাধবপুরের দক্ষিন অঞ্চলের জনসাধারনের প্রানের দাবি যত তাড়াতাড়ি সম্ভব পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে একটি সংযোগ সড়ক পুনরায় নির্মাণ করে ব্রিজটির নির্মাণ কাজ শুরু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।