কামরুল হাসান : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে এক বাড়ীতে একাধিকবার চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে।
এতে পরিবারটি আতংকে দিন কাটাচ্ছেন। প্রতিটি ঘটনায় নগদ টাকাসহ বিভিন্ন মালমাল লুট করা হয়েছে। সর্বশেষ গত শনিবার দিবাগত রাতে উপজেলার মঙ্গলপুর গ্রামে মরহুম আবু ছায়িদ ভুইয়ার বসতঘরে একদল ডাকাদ হানা দেয়।
গৃহকর্তা কামাল উদ্দিন ভুইয়া জানান, তারা চার ভাই। তাদের মা-বাবা নেই। জীবন-জীবিকার প্রয়োজনে তারা চার ভাই দেশের বিভিন্ন স্থানে থাকেন। বাড়ীতে এক ঘরে থাকে কেয়ারটেকার। মুল ঘরটি তালাবদ্ধ। তবে কোরবানীর ঈদকে সামনে রেখে তাদের ছোট ভাই প্রভাষক মোজাম্মেল হোসেন ভুইয়া ঢাকা থেকে এক সন্তানকে নিয়ে বাড়ীতে রয়েছেন। গত শনিবার দিবাগত রাতে তাদের বসতঘরের জানালা ভেঙে ডাকাতদল ঘরে প্রবেশ করে তার ভাই-ভাতিজাকে অস্ত্রেরমুখে জিম্মি করে কোরবানীর জন্য রাখা নগদ ১ লক্ষ টাকা, দুটি স্মার্টফোন, ল্যাপটপ নিয়ে যায়। এসময় ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে।
বিষয়টি থানা পুলিশকে অবগত করলে তারা অভিযান চালিয়ে মঙ্গলপুর গ্রাম থেকে দুই জনকে সন্দেহমুলক আটক করা হয়েছে। এর আগে ২০ মার্চ রাতে একই ঘটনা ঘটে তাদের বাড়িতে। সেদিন খালি বাড়ি থাকায় ডাকাতরা তালা ভেঙে ঘরে প্রবেশ করে দুইটি সিলিং ফ্যানসহ মুল্যবান কাগজপত্র নিয়ে যায়। এই ঘটনায় ইউনিয়ন অফিসে অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে আরো দুই বার চুরি সংঘটিত হয়েছে একই বাড়িতে।
মাধবপুর থানার এসআই কামরুল ইসলাম জানান, বাড়িটি খালি থাকায় চুরির ঘটনা ঘটে, তবে এসব ঘটনায় সন্দেহমুলক দুজনকে আটক করে জেলে পাঠানো হয়েছে।