মাধবপুরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 28 December 2019
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

Link Copied!

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সাইবার ক্রাইম মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বলকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার তেলিয়াপাড়া চা বাগান থেকে তাকে গ্রেফতার করে মাধবপুর থানা পুলিশ। আটককৃত উজ্জ্বল মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সে মাধবপুর পৌরসভার কৃষ্ণনগর গ্রামের জজ মিয়া পাঠানের ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান- উজ্জ্বলের বিরুদ্ধে ঢাকা সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। এই মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি ওয়ারেন্ট রয়েছে । এতদিন সে আত্মগোপনে ছিল। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ তেলিয়াপাড়া চা বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।