মাধবপুরে উদ্ধার হওয়া পুকুর পাড়ে পার্ক নির্মাণ কাজের উদ্ধোধন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 8 January 2022

মাধবপুরে উদ্ধার হওয়া পুকুর পাড়ে পার্ক নির্মাণ কাজের উদ্ধোধন

Link Copied!

হবিগঞ্জের মাধবপুর পৌর বাজারের ভেতরে উদ্ধার হওয়া শত কোটি টাকার মূল্যের প্রায় ১৩০ শতাংশ জায়গা পুকুরের চারদিকে ভাউন্ডারি ওয়াল নিমার্ণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার(৭জানুয়ারি) সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃমহিউদ্দিন আহমেদ,প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সার্ভেয়ার সোহেল রানা, সাবেক কাউন্সিলর দুলাল মোদক,ব্যবসায়ী সুজিত রায়,মিহির মোদক,সাংবাদিক রাজিব দেব রায় রাজু, মোঃজুলহাস উদ্দিন রিংকু,ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স এমএল প্লাজার ঠিকাদার মৃদুল রায়,নাহিদ মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য প্রায় ১ মাস ব্যাপি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ও সহকারি কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন এর নেতৃত্বে এক্সভেটর ও বিপুল সংখ্যক শ্রমিক নিয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের কবল থেকে শতকোটি টাকা মূল্যের এ পুকুরটি উদ্ধার করেন।

মাধবপুর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়