শিশু মোহন দাস, মাধবপুর : মাধবপুর উপজেলায় পবিত্র ঈদ-উল–আযহা’কে সামনে রেখে দরিদ্র নিম্ন আয়ের মানুষের মধ্যে ভিজিডি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে মাধবপুরের আন্দিউড়াতে ১৬৪’জন এবং জগদীশপুর ইউনিয়নে ১৯০’জনের মধ্যে ভিজিডি’র চাল ও মাস্ক বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাশনূভা নাশতারান।
উপজেলা নিবার্হী কর্মকর্তা তাশনূভা নাশতারান, উপস্থিত সকলে সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ প্রদান করেন।
উক্ত চাল বিতরণকালে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব, সফিকুল ইসলাম, আন্দিউড়া ইউ/পি প্যানেল চেয়ারম্যান আব্দূর আহাদ এবং জগদীশপুর ইউ/পি চেয়ারম্যান সফিকুল ইসলাম প্রমূখ।
পর্যায়ক্রমে মাধবপুরের ১১’টি ইউনিয়নে ২০৩৪ জনের মধ্যে এ চাল বিতরণ করা হবে।