মাধবপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিডি'র খাদ্য সামগ্রী বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 27 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিডি’র খাদ্য সামগ্রী বিতরণ

Link Copied!

শিশু মোহন দাস, মাধবপুর : মাধবপুর উপজেলায় পবিত্র ঈদ-উল–আযহা’কে সামনে রেখে দরিদ্র নিম্ন আয়ের মানুষের মধ্যে ভিজিডি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে মাধবপুরের আন্দিউড়াতে ১৬৪’জন এবং জগদীশপুর ইউনিয়নে ১৯০’জনের মধ্যে ভিজিডি’র চাল ও মাস্ক বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাশনূভা নাশতারান।

উপজেলা নিবার্হী কর্মকর্তা তাশনূভা নাশতারান, উপস্থিত সকলে সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ প্রদান করেন।

 

ছবি: ভিজিডি’র চাল বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাশনূভা নাশতারান

 

উক্ত চাল বিতরণকালে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব, সফিকুল ইসলাম, আন্দিউড়া ইউ/পি প্যানেল চেয়ারম্যান আব্দূর আহাদ এবং জগদীশপুর ইউ/পি চেয়ারম্যান সফিকুল ইসলাম প্রমূখ।

পর্যায়ক্রমে মাধবপুরের ১১’টি ইউনিয়নে ২০৩৪ জনের মধ্যে এ চাল বিতরণ করা হবে।