মোঃ জাকির হোসেন, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে ভিজিএফ কর্মসূচির আওতায় ঈদুল আযহা উপলক্ষ্যে চাল বিতরণ অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় আজ (২২ জুলাই) বুধবার দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের ১,২, ওয়ার্ডের অসহায় দারিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আপন মিয়া।
এ সময় চাল বিতরণে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে মাধবপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন চৌমুহনী ইউপির সকল সদস্যগণ।
চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান আপন মিয়া “দৈনিক আমার হবিগঞ্জ”কে জানান, পর্যায় ক্রমে ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে ২৫০০ জনকে ভিজিএফ চাল বিতরণ করা হবে।চৌমুহনী ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হবে।