ইয়াছিন তন্ময় : মাধবপুরের জগদীশপুর ইউপি’তে পবিত্র ঈদুল আযহা সামনে রেখে টিসিবি পণ্য বিক্রয় করা হয়।
বুধবার (২২ জুলাই) জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টিসিবি পণ্য সামগ্রী বিক্রয় করেন স্থানীয় প্রতিষ্টান শ্রী গুরু ট্রেডার্স। পণ্য বিক্রয় উদ্বোধন করেন জগদীশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাহাব উদ্দিন সমাজ সেবক সিরাজ উদ্দিন প্রমুখ।
সরজমিনে গিয়ে দেখা যায় স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরিধান করে ক্রেতারা পণ্য কিনছেন। পণ্য কিনতে আসা ক্রেতা দের সাথে কথা হলে তারা বলেন, সামনে ঈদ তাই আমরা হাতের কাছে টিসিবির পণ্য পেয়ে খুব আনন্দিত। টিসিবি পণ্যের মধ্যে ছিল ৫,লিটার তেল ৪০০ টাকা, ১ কেজি চিনি ৫০ টাকা, ১ কেজি মশুর ডাল ৫০ টাকা।