মোঃ মিটন মিয়া, মাধবপুরঃ মাধবপুরে ঈদকে সামনে রেখে মাধবপুর পৌর শহরের গরু বাজারে জমে উঠেছে।
শুক্রবার (১০ জুলাই) হাটে বেশ কিছু গরু দেখা যায়। ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। আগামী বাজার গুলো থেকে ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতি আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ইজারাদাররা।
গরু বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ক্রেতা ও বিক্রেতাদের অনুরোধ করা হচ্ছে।
বাজারের প্রবেশ মুখে বড় গেইটে স্বাস্থ্য বিধি নিয়ে ব্যানার লাগানো হয়েছে। একটু ভিতরে প্রবেশ করতেই দেখা যায় হাত ধৌত করার বেসিন ও সাবান। কমিটির কয়েকজন হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরন করতে দেখা গেছে।
গরু বাজার পরিচালনা কমিটির এমরান খান জানান, সরকারি নিদের্শনা মেনে বাজার পরিচালনা করা হচ্ছে। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে বার বার মাইক দিয়ে বলা হচ্ছে।