লিটন বিন ইসলাম, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৬ জুলাই) সকালে মাধবপুর থানার এসআই জহিরুল ইসলাম মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ সুনামগঞ্জ জেলার ছাতক থানার মৃত রজব আলীর ছেলে শিবলু (২৫) কে আটক করে। এর পূর্বে ৩৩ পিছ ইয়াবাসহ নয়াপাড়া এলাকার অলি উল্লাহের ছেলে পাবেল (২১) কে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়াও শনিবার (২৫ জুলাই) গভীর রাতে উপজেলার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ আসামী ও নিয়মিত মামলার ২ জনসহ মোট ৮ আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করেন।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন আসামীদের গ্রেপ্তার মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে “দৈনিক আমার হবিগঞ্জ”কে জানান, অপরাধীদের বিরুদ্ধে মাধবপুর থানা পুলিশের অভিযান অব্যাহত ভাবে চলবে।