মাধবপুরে ইয়াবাসহ মাদক পাচারকারী আটক  - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 9 February 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ইয়াবাসহ মাদক পাচারকারী আটক 

Link Copied!

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দুর্গাপুর এলাকা থেকে ইয়াবাসহ মাদক পাচারকারী অটোরিকশা চালক মুখলেছুর রহমান (৩০) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে বিজিবি হরষপুর বিওপির সুবেদার জাকিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির সদস্যরা উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬৭ পিছ ইয়াবাসহ তাকে আটক করে।
আটককৃত ব্যক্তি দুর্গাপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত মোখলেছুর এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।