জাকির হোসেন ,মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর থেকে ১৮৯০ পিস ইয়াবাসহ কবির (৪৯) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত কবির কুমিল্লা জেলার সদর থানারও বাগিচাগাঁও এলাকার মৃত শাখাওয়াত উল্লাহ এর পুত্র।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেল মাধবপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার ‘সুশান ফিলিং স্টেশন এর সামনে থেকে কবিরকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।