মাধবপুর উপজেলার মালঞ্চপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪অক্টোবর) রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম কিবরিয়া এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে আঃ হামিদ ( ৪৫) কে ইয়াবাসহ আটক করা হয়।
আটকের সত্যতা নিশ্চিত করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সোহেল রানা জানান, ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।