মাধবপুরে ইয়াং স্টার গ্রুপ একতা সংগঠনের ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 30 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ইয়াং স্টার গ্রুপ একতা সংগঠনের ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ

Link Copied!

মোঃ জাকির হোসেন, মাধবপুর : মানবতার ডাকে আমরা যাব এগিয়ে এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ইয়াং স্টার গ্রুপ একতা সংগঠনের সদস্যদের সম্মিলিত সহযোগিতায় ঈদুল আযহা উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

 

ছবি: বস্ত্র বিতরণ করেন, চৌমুহনী ইউনিয়নের আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ তোফাজ্জল হোসেন।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০ ঘটিকার সময় উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর পূর্বপাড়া জামে মসজিদের সামনে বিষ্ণুপুর, বানিয়াপাড়া, আনন্দগ্রাম, তিন ঘাও, আরিজপুর ও রামপুর গ্রামের ৫০ জন অসহায় দরিদ্র মানুষদেরকে শাড়ি, থ্রি পিস ও লুঙ্গি বিতরণ করেন ইয়াং স্টার গ্রুপ একতা সংগঠন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন, চৌমুহনী ইউনিয়নের আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ তোফাজ্জল হোসেন।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়নে ১নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি হাজী আব্দুল আলী ও অত্র এলাকার সমাজসেবক মোঃ সুলতান মিয়া (সরদার)।

ইয়াং স্টার গ্রুপ একতা সংগঠনের সম্মানিত সভাপতি মোঃ মনসুর আলী সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন সহ-সাধারণ সম্পাদক মোঃ কবির আহমেদ সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল আহমেদ প্রচার সম্পাদক মোঃবাছির মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন উন্নয়ন সম্পর্ক এলাকার আলোচনার মধ্য দিয়ে উপস্থিত থেকে এসব বস্ত্র বিতরণ সম্পূর্ণ করেন।