মাধবপুরে ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ বিরোধী সভা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 23 November 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ বিরোধী সভা

অনলাইন এডিটর
November 23, 2020 2:13 pm
Link Copied!

 

রুয়েল আহাম্মেদ রুবেল, মাধবপুর : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নে ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ এর বিরোধীতা করে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়ন কার্যলয় হল রুমে ইউনিয়ন চেয়ারম্যান আপন মিয়ার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলার সমবায় কার্যলয়ের কর্মকর্তা জনাব তাপস কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধবপুর থানা প্রশাসন ইউ/পি সচিব, ইউ/পি সদস্য সহ আরো অনেক নেতাকর্মীরা।

প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি তাদের বক্তব্য নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের খারাপ দিখ গুলো আলোচনা করেন। ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এ বিষয়টি সবার মাঝে ব্যক্ত করেন। এবং কারো উপর ইভটিজিং বা নির্যাতনেরর কোনো অভিযোগ হলে তদন্তে সঠিক প্রমান হলে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে। এছাড়াও নারী ও শিশুদের জন্য নানা বার্তা প্রদান করা হয়।