মাধবপুরে ইউএনও আসছে শুনেই কমে গেল লবনের মূল্য - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 20 November 2019

মাধবপুরে ইউএনও আসছে শুনেই কমে গেল লবনের মূল্য

অনলাইন এডিটর
November 20, 2019 12:03 am
Link Copied!

ছবিঃ মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান বাজার মনিটরিংয়ে।

তোফাজ্জল হোসেন চৌধুরী, মাধবপুর থেকে :  কয়েক দিন যাবত পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে চলছিল আলোচনা সমালোচনার ঝড়। পেঁয়াজের দাম যখন কমতে শুরু করেছে ঠিক তখনই ফেসবুকে ভাইরাল হয়ে যায় লবনের দাম বেড়ে যাবে।

সোমবার বিকেল হতে পেঁয়াজের স্থান দখল করে নেয় লবন। লবনকেন্দ্রীক গুজব ছড়িয়ে পড়ে মাধবপুর উপজেলার প্রতিটি হাট বাজারে।ফলে সাধারণ মানুষ দাম বৃদ্ধির আগেই প্রয়োজনিয় লবন ক্রয় করার জন্য দোকানে ভিড় করে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী লবনের মূল্য কেজি প্রতি পাঁচ থেকে দশ টাকা বেশি রাখে।অনেক ব্যবসায়ী দাম আরো বাড়বে মনে করে দোকান থেকে লবণ সরিয়ে গোডাউনে রেখে কৃত্রিম সংকট তৈরি করে।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে মঙ্গলবার সকালে  উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান বাজার মনিটরিংয়ে বের হন।

উপজেলা নির্বাহী অফিসার বাজার মনিটরিংয়ে বের হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যে লবণ বিক্রি শুরু করে। ফলে জনমনে স্বস্তি ফিরে আসে।

মাধবপুর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়