হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাঠের পর মাঠ জুড়ে সবুজের সমারোহ । সবুজ শ্যামল ধান খেতগুলো ফুলে ফেঁপে বেরিয়ে আসতে চাইছে কিন্তু ইঁদুরের আক্রমণে বিপর্যয়ের মুখে পড়েছে বোরো ধানের ফসল ।
জমিতে পানি না থাকার কারণে উৎপাত শুরু করেছে ইঁদুরের দল। কাঁচা ধানের খেতে ইঁদুরের আক্রমণে যেন কৃষকের স্বপ্নভঙ্গ হতে চলেছে । তাদের কপালে পড়ছে দুশ্চিন্তার ভাঁজ।
ইঁদুরের তান্ডব থেকে রক্ষা পেতে সব ধরনের কীটনাশক ব্যবহার করেও ব্যর্থ হচ্ছেন কৃষক। ইঁদুর নিধনে ওষুধের পাশাপাশি অনেক কৃষক বাঁশ ও লোহার তৈরি ইঁদুর মারার ফাঁদ ব্যবহার করেও রেহাই পাচ্ছেন না।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানাযায় এবার ১১৫০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। সরেজমিনে বুধবার (২৩মার্চ) উপজেলার জগদীশপুর এলাকায় গেলে কৃষক শ্রীবাস বলেন ইঁদুরের অত্যাচার কোনোভাবেই কমছে না।
ধানের গাছ কেটে শেষ করে ফেলেছে ইঁদুর। শহিদ মিয়া নামে আরেক কৃষক বলেন, ধানের খেতে ইঁদুরের বিষ দেওয়াসহ বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করেও কোন কাজ হচ্ছে না। লোহার খাঁচায় ফাঁদ বসিয়ে প্রতিরাতে ইঁদুর মারছি এরপরেও প্রতিদিন ফসল নষ্ট করছে।
মাধবপুর উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান বলেন, আমরা ইঁদূর মারার জন্য ধানের জমিতে বিষ প্রয়োগসহ কৃষকদের কে বিভিন্ন সনাতন পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকি। যেমন জমিতে কলাগাছ রোপন, পলিথিন ঝুলিয়ে রাখা ইত্যাদি।
এছাড়াও আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার রা প্রতিটি ইউনিয়নে কৃষকদের কে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকে।