জালাল উদ্দিন লস্করঃ বেসরকারী আল আরাফা ইসলামী ব্যাংকের মাধবপুর শাখার ব্যবস্থাপকের অফিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙ্গানো হয়নি।
অথচ সংবিধানের ৪-এর ক অনুচ্ছেদ অনুযায়ী সকল সরকারী আধা সরকারী অফিস ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষন ও প্রদর্শন করতে হবে বলে উল্লেখ করা আছে ।
এই বিষয়ে আল আরাফা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি নেই কেন জানতে চাইলে শাখা ব্যবস্থাপক মোঃ মুজিবুর রহমান এর সাথে কথা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান, এ ব্যাপারে আমাদের কাছে ছবি টাঙ্গানোর কোনো নির্দেশনা নাই। নির্দেশনা পেলে ছবি টাঙ্গাানো হবে বলেও জানান তিনি।