পবিত্র দেবনাথ, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার হতদরিদ্র ও অসহায় আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে খাদ্য সাম্রগী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭মে) দুপুর সাড়ে বারটায় মাধবপুর উপজেলা ৩ নং বহরা ইউনিয়ন ও ৪ নং আদাঐর ইউনিয়নে আনসার ভিডিপির হতদরিদ্র সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। স্থানীয় ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। হবিগঞ্জ জেলার কমান্ডেন্ট জনাব তানজিনা বিনতে এরশাদ প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল, ১টি সাবান ও ১টি মাক্স প্রদান করেন তিনি। খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ৩ নং বহরা ইউনিয়নের দলনেতা মো: আলামিন ও অমৃতি রানী দেব ( কমান্ডার ) । ৪নং আদাঐর ইউনিয়নের দলনেতা মো ঃ মিয়াববালী ভূঁইয়া ও (কমান্ডার) মো : জজ মিয়া।
![](https://amarhabiganj.com/wp-content/uploads/2020/05/IMG_20200507_130035-300x225.jpg)
ছবি : মাধবপুরে আনসার ভিডিপি সদস্যদের মধ্যে খাদ্র সামগ্রী বিতরণের পর