মাধবপুরে আদিবাসী নারীর বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে প্রেসক্লাব সভাপতি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 27 April 2020

মাধবপুরে আদিবাসী নারীর বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে প্রেসক্লাব সভাপতি

Link Copied!

হামিদুর রহমান,মাধবপুর (হবিগঞ্জ)  :   হবিগঞ্জের মাধবপুরে আদিবাসী দূরবারী মুন্ডা বাড়িতে  এক মাসের খাদ্য সামগ্রী পৌছে দিলেন প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহম্মেদ। সোমবার (২৭এপ্রিল) দুপুরে  উপজেলার হরিণখোলা গ্রামে নৃগোষ্টীর এক মাত্র পরিবারের হাতে খাদ্য সামগ্রী তোলে দেয়া হয় । করোনার প্রভাবে  নিদারুণ  কষ্ট কাটছে দূরবারী মুন্ডার পরিবার কেউ তার খবর নেয়নি। প্রায়  গ্রামের হাজারো পরিবারের  মাঝে  প্রায় একঘরে  জীবন যাপন এ পরিবার টির। ৫ সদস্যের পরিবারের এক মাত্র  রোজগারি নাতি কাট মিস্ত্রি করোনার প্রভাবে বেকার। তাই  পরিবারটি খেয়ে না খেয়ে মানবেতর জীবন পার করছে ।

ছবি :  খাদ্যসামগ্রী নিয়ে আদিবাসী নারী দৃরবারী মুন্ডার বাড়িতে মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহি উদ্দিন এবং সাংবাদিক হামিদুর রহমান।

এ বিষয়ে সাংবাদিক হামিদুর রহমান ফেসবুকে একটি স্ট্যাটাস দেন । এটি প্রশাসনের নজরে আসলে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার সরকারী ত্রানের প্যাকেট তার বাড়ি পৌছে দেন। মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহি উদ্দিন আহম্মেদ দুরবারী  মুন্ডার  খবর পেয়ে সোমবার  সাংবাদিক হামিদুর রহমান এবং দুলাল সিদ্দিকীকে সাথে নিয়ে দুরবারী  মুন্ডার হাতে ৫ কেজি চাউল,১ কেজি তেল,১ কেজি ডাল, ২ কেজি  আলু,মরিচ,হলুদ,ধনিয়া-১ কেজি পেয়াজ-২ কেজি,চিনি ১ কেজি,চাপাতা-১ প্যাকেট দিয়ে আসেন। মহি উদ্দিন  দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন, প্রত্যেককের সামর্থ অনুযায়ী  অসহায় মানুষের পাশে মানবিক কারনে দাঁড়ানো  উচিত।

মাধবপুর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়