মো:মিটন মিয়া মাধবপুর,প্রতিনিধি : মাধবপুর উপজেলায় করোনাভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় জনস্বার্থে মাধবপুর পৌরসভাকে রেড জোন হিসেবে ঘোষনা করা হয়েছে। তাই মাধবপুর পৌরসভায় ব্যবসা প্রতিষ্ঠান, জনসাধারণ ও যানবাহন চলাচলের উপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাসতারাণ এ সংক্রান্ত একটি গনবিজ্ঞপ্তি জারি করেছেন।

করোনার বিস্তার ঠেকাতে মাধবপুর পৌরসভা ( ৪, ৬, ৭, ৮, ও ৯) নম্বর ওয়ার্ডকে কঠোর লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে। ১৮ জুন রাত ১২.০০ টা থেকে রেড জোনে লকডাউন কার্যকর করা হবে।আগামি ১৪ দিন এ লকডাউন থাকবে। আগামী ২ জুলাই রাত ১২টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। মাধবপুর উপজেলা প্রশাসন জানান আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনস্বার্থে আরোপিত বিধি-নিষেধ মেনে চলুন। করোনা ভাইরাস মোকাবেলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহবান জানান।
Attachments area