মোঃ জাকির হোসেন, মাধবপুর : বিজয়ের মাসে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর বাজারে ধর্মঘর আগুন্তক সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বাধীনতার মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক আগুনের ছায়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত প্রচন্ড ঠান্ডা ও শীতের মধ্যে আগুন্তক সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগুন্তক সাংস্কৃতিক সংসদের সভাপতি মোঃ শফিউল বর খোকন, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বেসামরিক বিমান ও পর্যটন পরিবহন প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মোসাব্বির হোসেন (বেলাল)।
বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন,আগুন্তক সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা
উপজেলা আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মোঃকাওছার বক্তব্য রাখেন আরো ধর্মঘর ডিগ্রী কলেজের প্রভাষক শফিকুল ইসলাম হারুন, ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজবাহুল বর পলাশ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পি ভি আই ওসি মোঃমুক্তাদির আহমেদ,ও ধর্মঘর ডিগ্রী কলেজের সাবেক প্রভাষক এহসানুল হক প্রমুখ।