মোঃজাকির হোসেন মাধবপুর প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসের কারনে হয়ত পৃথিবী আজ থমকে দাঁড়িয়েছে। কিন্তু শিশু–কিশোররা থেমে নেই, তাঁরা মেতে উঠেছে নানা রকম খেলায়।
তারই মধ্যেই গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য ঘুড়ি উৎসবে মেতে উঠেছে হবিগঞ্জের মাধবপুরে শিশু-কিশোররা। তাঁরা আকাশে উড়াচ্ছে নানা রঙ এর শত শত ছোট, বড়, মাঝারি আকারের ডাহুক, তেলেঙ্গা, বাক্স ঘুড়ি। বাদ যায়নি রাতের আকাশটাও। ইলেকট্রিক বাতি লাগানো ডিজিটাল ঘুড়ি রাতের আকাশে যোগ করেছে ভিন্ন মাত্রা।
জোৎস্নার চাদরে ঢাকা রাতের আকাশে নক্ষত্রের মত জ্বলজ্বল করে জ্বলছে ডিজিটাল ঘুড়িগুলো। মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মিজানুর রহমান “দৈনিক আমার হবিগঞ্জ”কে বলেন, ছোটবেলা থেকে ঘুড়ি উড়ানো আমার খুব শখ। সময়ের অভাবে ঘুড়ি উড়াতে পারি না। তাই আমি আমার এক ছাত্রকে ঘুড়ি বানিয়ে আনতে বললে সে উপজেলার চৌমুহনী বাজার থেকে আমার জন্য নিয়ে আসে। অনেক দিন পর ঘুড়ি উড়াতে পেরে আমি খুব আনন্দিত।
করোনা ভাইরাসের কারনে গৃহবন্দিদশা থেকে মুক্তি দিতে সক্ষম হয়েছে এই ঘুড়ি উৎসব। অনেকদিন পর এই গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনায় ভূয়সী প্রশংসা করেছেন গ্রামবাসী।